এতগুলো পর্বে কথা হয়ছে তার অভিনয় জীবনের পথ চলা শুরু নিয়ে এবং নানা চরিত্রের সাবলীল অভিনয় নিয়ে। এবারও কথা হচ্ছে অভিনেতা কৌশিক চক্রবর্ত্তীকে নিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম হিন্দি ছবি বব বিশ্বাস।
শুরু থেকেই তাকে দেখা গেছে রাশভারী চরিত্রে। কিন্তু বাস্তবে কেমন মিঠাই এর শ্বশুর সমরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তী, দীর্ধ ১৭ বছরের অভিনয় জীবন, নানা চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। এতগুলো পর্বে কথা হয়ছে তার অভিনয় জীবনের পথ চলা শুরু নিয়ে এবং নানা চরিত্রের সাবলীল অভিনয় নিয়ে। এবারও কথা হচ্ছে অভিনেতা কৌশিক চক্রবর্ত্তীকে নিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম হিন্দি ছবি বব বিশ্বাস। কিন্তু, জানেন কি অভিনেতা কাজের শুরুটা ছিল মুম্বইতেই। তবে আরও অবাক করা বিষয় প্রথম অংশে তিনি অভিনেতা হিসাবে নন, বরং সংগীত শিল্পী, ও পরিচালক হিসেবে যাত্রা শুর করেন। জীবনে সংগীত কে পাথেয় করেই এগোনোর স্বপ্নই ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সব হিসাব বদলে যায়। টলি ইন্ডাস্ট্রী তেই পথ চলা শুরু হয় তার। এই সব নানা অজানা কথা নিয়ে এশিয়া নেট নিউজ বাংলার সথে আড্ডা দেন অভিনেতা। সব শেষে নিজের পছন্দের গানও শোনান তিনি।