দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকরা তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে আসছে।বিবিধ চরিত্রে তাঁকে দেখা গেলেও বেশিরভাগই রাশভারী গম্ভীর চরিত্রই পোট্রে করেছেন তিনি। কথা হচ্ছে মিঠায়ের শ্বশুরমশাই সমারেশ অর্থাত অভিনেতা কৌশিক চক্রবর্তীর।
দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকরা তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে আসছে। বিবিধ চরিত্রে তাঁকে দেখা গেলেও বেশিরভাগই রাশভারী গম্ভীর চরিত্রেই পোট্রে করেছেন তিনি। কথা হচ্ছে মিঠায়ের শ্বশুরমশাই সমোরেশ অর্থাৎ অভিনেতা কৌশিক চক্রবর্তীর। এশিয়ানেট নিউজবাংলা পৌঁছে গিয়েছিল মিঠাই ধারাবাহিকের ছেলেদের মেকাপ রূমে। সেখানেই দেখা মিলল অভিনেতার। শুধুই সমোরেশ নয়, মনখুলে আড্ডা দিলেন কৌশিক হিসাবেই। ইন্ডাস্ট্রিতে কেটে গেছে অনেক গুলো বছর, পথ চলাটা শুরু হয়েছিল কীভাবে, আগে থেকেই কি নির্ধারিত ছিল অভিনেতা হওয়ার কথা, নাকি কোনও ঘটনার পাকচক্রে এই পথ ধরে হাটা, সব প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা। বর্তমান চরিত্র সমরেশের সাঙ্গে কি তার আদউ কোনও মিল আছে, মিলল সেই উত্তরও। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনিত প্রথম হিন্দি ছবি বব বিশ্বাস। তাঁর এই ছবির বিষয়েও একাধিক কথা জানালেন অভিনেতা।