Nusrat Jahan Exclusive interview- 'বাড়ি ফিরতে দেরি হলেই ছেলে-ছেলের বাবা মুখ করে', কারণ কী, জানালেন নুসরত

সম্প্রতি কাশ্মীরে শ্যুটিং করতে গিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সেখান থেকে একের পর এক ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত কাশ্মীরের শ্যুটিং শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। কাশ্মীরে (Kashmir) শ্যুটিং-এর এক্সক্লুসিভ ভিডিও। সেখানে ছবির একটি গানের দৃশ্য়ের শ্যুটিং করেন তিনি। ছবির সেই গানে একসঙ্গে দেখা যাবে নুসরত এবং যশকে। এই শ্যুটিং করতেই কাশ্মীরে যেতে হয়েছিল তাঁদের। কাশ্মীরে শ্যুটিং-এর ফাঁকে ছবি পোস্ট করেন নুসরত। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন নুসরত। তাঁর এবং যশের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। ছোট্ট ইশানকে (Ishan) ফেলেই শ্য়ুটিং-এ যেতে হয়েছিল নুসরত ও যশকে। নুসরতের মুখোমুখি এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি আরাত্রিকা দে। কীভাবে সমলালেন পরিস্থিতি? প্রশ্নের উত্তরও দিয়েছেন নুসরত। সেই সঙ্গেই নুসরত জানান এখন থেকেই বাড়ি ফিরতে দেরি হলেই ছেলে-ছেলের বাবা মুখ করে। তবে ইশান এখনও খুবই ছোট সেই জন্যই বাড়িতে রেখে আসতে পারেন। আর কিছুদিন পরে হয়ত শ্যুটিং ফ্লোরেই দেখা যাবে ইশানকে, তেমনই জানালেন নুসরত। 

সম্প্রতি কাশ্মীরে শ্যুটিং করতে গিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সেখান থেকে একের পর এক ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত কাশ্মীরের শ্যুটিং শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। কাশ্মীরে (Kashmir) শ্যুটিং-এর এক্সক্লুসিভ ভিডিও। সেখানে ছবির একটি গানের দৃশ্য়ের শ্যুটিং করেন তিনি। ছবির সেই গানে একসঙ্গে দেখা যাবে নুসরত এবং যশকে। এই শ্যুটিং করতেই কাশ্মীরে যেতে হয়েছিল তাঁদের। কাশ্মীরে শ্যুটিং-এর ফাঁকে ছবি পোস্ট করেন নুসরত। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন নুসরত। তাঁর এবং যশের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। ছোট্ট ইশানকে (Ishan) ফেলেই শ্য়ুটিং-এ যেতে হয়েছিল নুসরত ও যশকে। নুসরতের মুখোমুখি এশিয়ানেট নিউজ বাংলার প্রতিনিধি আরাত্রিকা দে। কীভাবে সমলালেন পরিস্থিতি? প্রশ্নের উত্তরও দিয়েছেন নুসরত। সেই সঙ্গেই নুসরত জানান এখন থেকেই বাড়ি ফিরতে দেরি হলেই ছেলে-ছেলের বাবা মুখ করে। তবে ইশান এখনও খুবই ছোট সেই জন্যই বাড়িতে রেখে আসতে পারেন। আর কিছুদিন পরে হয়ত শ্যুটিং ফ্লোরেই দেখা যাবে ইশানকে, তেমনই জানালেন নুসরত। 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more