কিছুদিন আগেই সামনে এসেছিল এক চাঞ্চল্যকর খবর। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অপরাজিতা অপুর অপু অর্থাত সুস্মিতা। এই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই সামনে এসেছিল এক চাঞ্চল্যকর খবর। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অপরাজিতা অপুর অপু অর্থাৎ সুস্মিতা। এই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই নিয়ে চিন্তার শেষ ছিল না তাঁর ভক্তদের। তবে এই ঘটনার হয়ে গেল বেশ কিছুটা সময়। এখন অনেকটাই ভালো আছেন অপু অর্থাৎ সুস্মিতা। এখন এই সব বিপদ কাটিয়ে শ্যুটিংয়েও ফিরেছেন সুস্মিতা। জোর কদমে চলছে তাঁর শ্যুটিং। সেই অপরাজিতা অপুর সেটেই পৌঁছিয়ে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই এশিয়ানেটের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন অপু। তাঁর সঙ্গে ঠিক কি ভাবে অ্যাকসিডেন্টা হয়েছিল, সুস্মিতা জানালেন সেই কথাও। এখন তিনি কেমন আছেন সেকথাও জানান তিনি। খোলামেলা আড্ডায় উঠে এল নায়িকার নানান কথা। দর্শকদের ভালোবাসায় আপ্লুত সুস্মিতা, এশিয়ানেটের মাধ্যমে ভক্তদের জানালেন তাঁর কৃতজ্ঞতা।