এশিয়ানেটের ক্যামেরায় ধরা দিলেন অপু-দিপু। শ্যুটিংয়ের মাঝেই পৌঁছে গেল এশিয়ানেট নিউজ বাংলা। অপুর বিডিও হওয়ার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে বাঁধা। রাস্তায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে অপু।
জি বাংলার অপরাজিত অপু (Aparajita Apu) ধারাবাহিকটি শুরু থেকে সকলের নজর কাড়লেও মাঝে টিআরপি (TRP) দৌড়ে বেশ কিছুটা নীচে নেমে এসেছিল। তবে বর্তমানে গল্পের নতুনত্ব আবারও দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। বাড়ির ছোট বউমা অর্থাৎ অপুর বুদ্ধি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। মিষ্টি স্বভাবের এই মেয়েটির চোখে অনেক বড় স্বপ্ন, সংসার করা তার জন্য বেশ কঠিন ছিল, কারণ দিনরাত্রি সে স্বপ্ন দেখত একটি বড় চাকরি করার। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তে ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল দিপুর গলায় মালা দিয়ে। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প। এশিয়ানেটের ক্যামেরায় ধরা দিলেন অপু-দিপু। শ্যুটিংয়ের মাঝেই পৌঁছে গেল এশিয়ানেট নিউজ বাংলা। অপুর বিডিও হওয়ার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে বাঁধা। রাস্তায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে অপু। বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে সাহায্যের হাত বাড়ায় সে। দিপু তাঁকে মনে করিয়ে দেয় সময়ে পৌঁছানোর কথা। অপু কি পারবে সময়ে ইন্টারভিউতে পৌঁছাতে। 'অপরাজিতে অপু' ধারাবাহিকে আসতে চলছে বড় চমক।