উমা ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক। উমার শ্যুটিং ফ্লোরে পৌঁছিয়ে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই বিয়ের সাজে দেখা গেল অভি এবং আলিয়াকে। অভি-র বিয়ে ঘিরে জমজমাট পর্ব আসতে চলেছে উমায়।
খুব অল্প দিনেই দর্শকদের মনে এবং টিআরপি তালিকায় নিজের একটা জায়গা করে নিয়েছে 'উমা'। এই ধারাবাহিকেরই সেটে হাজির এশিয়ানেট নিউজ বাংলা। একটা সাধারণ মেয়ের ভেতর অসাধারণ হয়ে ওঠার প্রতিভা এবং পরিস্থিতির কারণে তা প্রকাশ করতে না পারার যন্ত্রণা ছুঁয়ে গিয়েছে দর্শকদের মন। উমা ধারাবাহিকে আসতে চলেছে বড় চমক। উমার শ্যুটিং ফ্লোরে পৌঁছিয়ে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই বিয়ের সাজে দেখা গেল অভি এবং আলিয়াকে। অভি-র বিয়ে ঘিরে জমজমাট পর্ব আসতে চলেছে উমায়। উমার সঙ্গেই কি গাঁটছড়া বাঁধতে চলেছে অভির। টানটান উত্তেজনা এখন এই ধারাবাহিক ঘিরে। জি বাংলায় বেশ কিছুদিন ধরেই টিআরপিপ্রথম পাঁচে নিজেদের ধরে রেখেছে উমা। এই ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই একের পর এক চমক সকলের নজর আটকে। তবে এরই পেছনে ঠিক কীভাবে চলছে শ্যুটিং, তা ঘিরে এবার নয়া ঝড়। শ্যুটিং সেটে উমার সঙ্গে অভির সম্পর্ক বেশ মজার। ধারাবাহিকে এখন উত্তেজনা চরমে। শুরু হয় আলিয়ার বদলে উমারক্রিকেট গ্রাউন্ডে খেলা থেকে। আলিয়ার কোমরে চোট, তাই তার বদলে ক্রিকেট গ্রাউন্ডে নেবে সকলের নজর কেড়েছিলেন ছদ্মবেশে উমা।