দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে মিঠাই। টিআরপি তালিকারও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। মজাদার গল্প আর খুনসুটিতে ভরপুর মিঠাইয়ের চিত্রনাট্যে। মোদক পরিবার সকলের কাছেই হয়ে উঠেছে খুব প্রিয়।
দর্শকদের মনেও বিশেষ জায়গা করে নিয়েছে মিঠাই। টিআরপি তালিকারও শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। মজাদার গল্প আর খুনসুটিতে ভরপুর মিঠাইয়ের চিত্রনাট্যে। মোদক পরিবার সকলের কাছেই হয়ে উঠেছে খুব প্রিয়। মিঠাইয়ের শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। কীভাবে শ্যুটিং হয় মিঠাইয়ের উঠে এল সেই ছবি। মোদক পরিবারের সদস্যদের মুখোমুখি এশিয়ানেট। এখন মিঠাইয়ে চলছে পানিশমেন্ট পর্ব, তোর্সা এবং সোমের পার্টিতে মিঠাই এবং তোর্সার কাণ্ডে রীতিমতো লজ্জায় মাথা কাটা যাচ্ছে গোটা পরিবারের। যেখানে সাঁড়াশি নিয়ে তোর্সাকে তাড়া করতে দেখা গিয়েছে মিঠাইকে। আর ঠিক সেই কারনেই করার শাস্তি দেওয়া হয়েছে তোর্সা এবং মিঠাইকে। তোর্সাকে করতে হবে পুজো আর মিঠাইকে একদিন কথা বলতে দেওয়া যাবে না। মিঠাই যাতে এই পরীক্ষায় পাস করে যায় তার জন্য সবরকম সহযোগিতা করে চলেছে আদ্রিক অর্থাৎ সিদ্ধার্থ। এই মিঠাইয়ের শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিল এশিয়ানেট নিউজ বাংলা। কীভাবে শ্যুটিং হয় মিঠাইয়ের এশিয়ানেট নিউজ বাংলার হাত ধরে উঠে এল সেই ছবি।