জি বাংলায় এখন বেশ জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়।' এশিয়ানেট নিউজ বাংলা হাজির জি বাংলার সেটে। সেখানেই দেখা গেল শ্যুটিং চলছে এই পথ যদি না শেষ হয়-এর। এই সিরিয়ালের অন্যতম দুই চরিত্র কাজল ও অলোক। শ্যুটিং ফ্লোরে কাজল-অলোকের সঙ্গে হল জমিয়ে আড্ডা। আড্ডার ফাঁকেই খেলা হল ডাম্ব শারাড। যার ভুলভুলাইয়াতে মজে গেল এই জুটি। তবে দু'জনেই অসাধারণ ডাম্ব শারাড খেললেন। খেলার মধ্যে দিয়েই ফুটে উঠল দু'জনের কেমিস্টি্র। দু'জনেই জানালেন কতটা আনন্দ করে তাঁরা অভিনয় করছেন। এই চরিত্রে অভিনয় করতে পেরে খুব খুশি কাজল। তিনি জানালেন এই চরিত্রটা তাঁর কতটা পছন্দের। সেই সঙ্গেই জানালেন মাঝখানে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার এক নতুনত্ব চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে শুধু কাজলই নয় একই ভাবে নিজের চরিত্র নিয়ে অলোক জানালেন, এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি কতটা খুশি। এই কথা বলতে গিয়েও দু'জনের খুনসুটি ধরা পড়ল আরও একবার।
জি বাংলায় এখন বেশ জনপ্রিয় ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়।' এশিয়ানেট নিউজ বাংলা হাজির জি বাংলার সেটে। সেখানেই দেখা গেল শ্যুটিং চলছে এই পথ যদি না শেষ হয়-এর। এই সিরিয়ালের অন্যতম দুই চরিত্র কাজল ও অলোক। শ্যুটিং ফ্লোরে কাজল-অলোকের সঙ্গে হল জমিয়ে আড্ডা। আড্ডার ফাঁকেই খেলা হল ডাম্ব শারাড। যার ভুলভুলাইয়াতে মজে গেল এই জুটি। তবে দু'জনেই অসাধারণ ডাম্ব শারাড খেললেন। খেলার মধ্যে দিয়েই ফুটে উঠল দু'জনের কেমিস্টি্র। দু'জনেই জানালেন কতটা আনন্দ করে তাঁরা অভিনয় করছেন। এই চরিত্রে অভিনয় করতে পেরে খুব খুশি কাজল। তিনি জানালেন এই চরিত্রটা তাঁর কতটা পছন্দের। সেই সঙ্গেই জানালেন মাঝখানে বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবার এক নতুনত্ব চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে শুধু কাজলই নয় একই ভাবে নিজের চরিত্র নিয়ে অলোক জানালেন, এই চরিত্রে অভিনয় করতে পেরে তিনি কতটা খুশি। এই কথা বলতে গিয়েও দু'জনের খুনসুটি ধরা পড়ল আরও একবার।