শেষের পথে সকলের প্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু (Aparajita Apu) এই খবরে বেশ মন খারাপ দর্শকদের (Viewers) এত অল্প সময়ের মধ্যে তাদের প্রিয় ধারাবাহিক (Popular mega Serial) শেষ হয়ে যাওয়া কোনভাবেই মানতে পারছেন না তারা।
দীর্ঘ দেড় বছরের জার্নি শেষ। শেষের পথে সকলের প্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু এই খবরে বেশ মন খারাপ দর্শকদের এত অল্প সময়ের মধ্যে তাদের প্রিয় ধারাবাহিক শেষ হয়ে যাওয়া কোনভাবেই মানতে পারছেন না তারা। তবে চ্যানেল কর্তৃপক্ষ কেন এমন সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট করে জানা না গেলেও মনে করা হচ্ছে গত কয়েক সপ্তাহের টিআরপির হ্রাস পাওয়ার কারণে এমন সিদ্ধান্ত। আবার অনেকেই মনে করছেন ধারাবাহিকে দেখানোর মত আর তেমন কিছু টুইস্ট আনা যেত না। তাই অযথা তা লম্বা না করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। শেষের কয়েক দিন আগে অপরাজিতা অপুর মেকআপ রুমে পৌঁছে গেল এশিয়ানেট নিউজ বাংলা ক্যামেরা। আর সেখানে গিয়েই দেখা মিলল অপু এবং তার দিদি সুপর্ণার। শুধু পর্দাতেই তারা দিদি এবং বোন নন। এই দেড় বছরে সত্যিই তাদের মধ্যে দিদি বোনের সম্পর্ক গড়ে উঠেছে। কেন শেষ হচ্ছে ধারাবাহিক শেষের দিন সাথে করে কিবা নিয়ে যাবেন অপু এবং সুপর্ণা শেয়ার করলেন আমাদের সাথে। শেয়ার করে নিলেন আরো নানান মজার মজার স্মৃতিও।