পুরুষ শাষিত সমাজে মহিলাদের গন্ডি চার দেওয়ালের মধ্যে সিমাবদ্ধ। মহিলারা ঘরোয়া পুজো করতে পারলেও বাড়ির বাইরে গিয়ে পৌরোহিত্য করার অধিকার তাঁদের নেই। এ হেন সমাজে এক দৃষ্টান্ত গড়ে ছিলেন নন্দিনী ভৌমিক। মহিলা পুরোহিত হিসেবে উঠে আসে তাঁর নাম। বাংলা চলচ্চিত্র 'ব্রহ্মা জানেন গোপন কম্মটির' হাত ধরে উঠে আসে যেন তাঁরই গল্প। এবার সেই মহিলা পুরোহিতের হাতেই গাঁটছড়া বাঁধলেন টলি তারকা ওম সাহানি ও মিমি দত্ত। বৈদিক মতে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৩ ফেব্রুয়ারি। আর তাঁদের এই বিয়ে আরও একবার দৃষ্টান্ত গড়ল সমাজের বুকে। পুরুষ শাসিত সমাজে আরও একবার চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিল পিছিয়ে নেই মহিলারাও। পুরুষদের সঙ্গে পা মিলিয়ে কাজ করে চলেছেন তাঁরাও।