পাঁচ বলিউড স্টার বিয়ের আগেই গর্ভাবতী হয়ে পড়েছিলেন। কেউ বিয়ে করেছেন। কেউ আবার সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই বিষয়টা খুব সহজ হলেই ৮০-৯০ এর দশকে বিষয়টা তেমন সহজ ছিল না।
পাঁচ বলিউড স্টার বিয়ের আগেই গর্ভাবতী হয়ে পড়েছিলেন। কেউ বিয়ে করেছেন। কেউ আবার সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই বিষয়টা খুব সহজ হলেই ৮০-৯০ এর দশকে বিষয়টা তেমন সহজ ছিল না। তাই ভারতীয় সমাজ যদি কখনই সিঙ্গেল মাদার নিয়ে আলোচনা করে তখন অবশ্যই উঠবে নীনা গুপ্তার নাম। ভিভয়ান রিচার্ডসের সঙ্গে নীনার প্রেম সকলেই জানত। কিন্তু বিয়ে করেননি তাঁরা। তবুও ক্যারিবিয়ান ক্রিকেটারের সন্তানের জন্মদিয়ে তাঁকে বড় করে তুলেছিলেন নীনা। অন্যদিকে শ্রীদেবী বনি কাপুরের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। অন্তঃসত্ত্বা হওয়ার সাত মাস পরে তাঁরা বিয়ে করেছিলেন। তবে শ্রীদেবী কিন্তু সেই কথা স্বীকার করেছিলেন। এদের থেকে অনেকটাই আধুনিক নেহা ধুপিয়ে। অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করার সময়ই গর্ভাবতী হয়ে যান। পরে বিয়ে করেন তাঁরা। কঙ্কনা সেনশর্মা-রণবীর শোরের প্রেম সকলেই জানত। তাঁরা লিভইন সঙ্গীও ছিলেন। বিয়ের আগেই গর্ভাবতী হন কঙ্গনা। কল্কি তাঁর প্রেমিক গাই হার্শবার্গের সঙ্গে লিভইন করতেন। সেই সময়ই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২০২০ সালে কন্যার জন্ম হলেও এখনও বিয়ে করেননি তাঁরা।