গতকালই দেশ জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্দশী। সিদ্ধিদাতার পূজায় মেতে ছিলেন সাধারণ মানুষ থেকে তারই তারকারাও। এবার সামনে এলো রুদ্রপ্রমিতার বাড়ির গণেশ পুজোর ভিডিও
গতকালই দেশ জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্দশী | সিদ্ধিদাতার পূজায় মেতে ছিলেন সাধারণ মানুষ থেকে তারই তারকারাও | তারকা দম্পতি রুদ্রপ্রমিতার বাড়িতেও হয় সিদ্ধিদাতার পূজা | প্রসঙ্গত বছর খানেক আগেই চার হাত এক হয়েছে রুদ্রজিৎ ও প্রমিতার | জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা থেকে পথচলা শুরু হয়েছিল তাদের | এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গনেশ পুজোর ভিডিও | চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্ত |