বাড়িতে চলছে হাউজ পার্টি। সেখানেই গানের সঙ্গে চলছে তুমুল নাচ। সেখানে জেনেলিয়া দেশমুখ এবং রিতেশ দেশমুখের সঙ্গে রয়েছেন আরও অনেকেই। সেখানেই ঘটল এক বিপত্তি। নাচতে গিয়ে একজনের ঘাড়ে পড়লেন জেনেলিয়া। তাঁর সঙ্গেই পড়লেন আরও একজন। তাতেই হেসে লুটোপুটি রিতেশ দেশমুখ। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন রিতেশ নিজেই। সেই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়।