চিনে নিন এবার 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড' খেতাব জয়ী সিনি শেট্টি কে


এবার 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২' এর খেতাব জিতলেন কর্ণাটকের মেয়ে সিনি শেট্টি। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে জুড়ি হিসেবে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা সহ আরও অনেক সেলেব্রিটি।
 

কর্ণাটকের সিনি শেট্টি রবিবার 'ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড'-র গ্র্যান্ড ফিনালে 'ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২'-এর খেতাব জয় করেন। 'জিও ওয়ার্ল্ড কনভেনশন' সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে, রাজস্থানের রুবাল শেখাওয়াত 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২ ফার্স্ট রানার আপ' হিসাবে আবির্ভূত হন এবং উত্তর প্রদেশের শিনাতা চৌহান 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২ এর দ্বিতীয় রানার আপ' নির্বাচিত হন।

অভিনেত্রী নেহা ধুপিয়া, ডিনো মোরিয়া এবং মালাইকা অরোরা, ডিজাইনার রোহিত গান্ধী এবং রাহুল খান্না, কোরিওগ্রাফার শিয়ামক দাভার এবং প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ এই বিশেষ সন্ধ্যার জন্য জুরি প্যানেলের অংশ ছিলেন।প্রতিযোগিতাটি  ভার্চুয়াল অডিশনের মাধ্যমে দেশের প্রতিটি কোণ থেকে সম্ভাব্য প্রতিভা খুঁজে বের করার জন্য দেশব্যাপী অনুসন্ধান শুরু করেছিল। স্কাউটিং ড্রাইভ এবং পরবর্তী ইন্টারভিউ রাউন্ড ৩১ জন রাজ্য বিজয়ীর সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হয়েছে, আয়োজকদের তরফে জানানো হয়, ‘এই বাছাই করা ফাইনালিস্টরা মুম্বাইতে এসেছিলেন  লোভনীয় ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ ২০২২-এর জন্য। এই প্রতিযোগীদের  প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কঠোর প্রশিক্ষণ এবং সাজসজ্জার আদব কায়দার জন্য একটি গ্রুমিং সেশন-এর আয়জন করা হয় বেস্ট মেন্টর দের তত্বাবধানে।

10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন
Read more