২০০২ সাল থেকে টলিউডের যাত্রা শুরু। প্রথম ছবি ছিল সাথী। তবে থেকেই জনপ্রিয়তা তুঙ্গে অভিনেতা জিৎ-এর। বাংলার প্রথম সারির তারকাদের কড়া টেক্কা দিয়ে এখন সর্বাধিক ফলোয়ার্স তাঁরই দখলে।
৪১ তম জন্মদিনে ভক্তদের দিলেন নয়া চমক। প্রকাশ্যে এল অসুর ছবির ট্রেলার। সেখানেই নয়া লুকে ধরা দিলেন জিৎ। নুসরত-জিৎ-আবির জুটির এই এই ছবি মুক্তি পাবে ৩ জানুয়ারী। শনিবার জিৎ-এর জন্মদিন উপলক্ষ্যে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে রইল জন্মদিনে অনেক শুভেচ্ছা।
২০০২ সাল থেকে টলিউডের যাত্রা শুরু। প্রথম ছবি ছিল সাথী। তবে থেকেই জনপ্রিয়তা তুঙ্গে অভিনেতা জিৎ-এর। বাংলার প্রথম সারির তারকাদের কড়া টেক্কা দিয়ে এখন সর্বাধিক ফলোয়ার্স তাঁরই দখলে। ৪১ তম জন্মদিনে ভক্তদের দিলেন নয়া চমক। প্রকাশ্যে এল অসুর ছবির ট্রেলার। সেখানেই নয়া লুকে ধরা দিলেন জিৎ। নুসরত-জিৎ-আবির জুটির এই এই ছবি মুক্তি পাবে ৩ জানুয়ারী। শনিবার জিৎ-এর জন্মদিন উপলক্ষ্যে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে রইল জন্মদিনে অনেক শুভেচ্ছা।