Happy New Year 2022: নতুন বছরে এশিয়ানেটের সমস্ত দর্শককে তারকাদের বিশেষ শুভেচ্ছা বার্তা

 নতুন বছরে উৎসবের মেজাজ চারপাশে। নববর্ষে সেজে উঠেছে সব জায়গা। এশিয়ানেট নিউজ বাংলার সমস্ত দর্শককে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা জানালেন টলি তারকারা।
 

অনেক নতুন আশা নিয়ে একটা নতুন বছর শুরু হয়। নতুন বছর মানেই একটা নতুন সূচনা। ২০২১ পেরিয়ে এবার ২০২২ শুরু। ভালো মন্দ মিশিয়ে কাটে একটা বছর। সেই বছর শেষ করে এবার নতুন বছরের শুরু। নতুন বছরে উৎসবের মেজাজ চারপাশে। নববর্ষে সেজে উঠেছে সব জায়গা। গোটা বিশ্বের মানুষ মেতেছে বর্ষবরণে। নতুন বছর মানেই নববর্ষের একরাশ শুভেচ্ছা বার্তা। এশিয়ানেট নিউজ বাংলার সমস্ত দর্শককে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা জানালেন টলি তারকারা। করোনা কাটিয়ে নতুন বছর যাতে সকলের ভালো কাটে এটাই এখন একমাত্র কামনা সকলের। অনেক আশা নিয়ে শুরু হয় একটা নতুন বছর। চারপাশে উৎসবের মেজাজে চলছে পিকনিক থেকে শুরু করে নিউইয়ার পার্টি। তবে করোনা বিধি মেনেই সাবধানে উৎসবে মাতুন, এই বার্তাই দিচ্ছে এশিয়ানেট নিউজ বাংলা আর সেই সঙ্গেই আপনাদের প্রিয় তারকারাও। 
 

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more