ভারতকন্যা হরনাজ সান্ধুর মাথায় মিস ইউনিভার্সের মুকুট। ২১ বছর পর ফের ভারতকন্যার মাথায় মিস ইউনিভার্সের মুকুট। ইজরায়েলে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭০তম এডিশন। সেখানেই ভারতের মুখ উজ্জ্বল করল এই ভারত তনয়া।
ভারত কন্যা হরনাজ সান্ধুর মাথায় মিস ইউনিভার্সের মুকুট। ২১ বছর পর ফের ভারতকন্যার মাথায় মিস ইউনিভার্সের মুকুট। ইজরায়েলে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭০তম এডিশন। সেখানেই ভারতের মুখ উজ্জ্বল করল এই ভারত তনয়া। মিস ইউনিভার্সের ৭০ তম ব্রাহ্মাণ্ড সুন্দরী হারনাজ সান্ধু। নাম ঘোষণা হতেই আর বাধ মানেনি হারনাজের চোখের জল। স্টেজে দাঁড়িয়েই কেঁদে ফেলেন হারনাজ সান্ধু। সেখানে তাঁকে পরিয়ে দেওয়া হয় ব্র্যান্ড-বেল্ট। অভিনন্দন জানিয়ে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। সবশেষে হারনাজের মাথায় ওঠে বিশ্ব সুন্দরীর মুকুট। গতবারের মিস ইউনিভার্স তাঁর মুকুট নতুন সুন্দরীকে পরিয়ে দেন। ২১ বছর আগে মিস ইউনিভার্সের মঞ্চে শেষবার ভারতের জয়ের পতাকা উড়েছিল। সে বার মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। এবার সেই মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল হারনাজ সান্ধুর।