করোনার জেরে ভারতে এখন শুধুই হাহাকার। প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে বরাবরই গরীবের মসিহা তিনি। তাই সারাদিন কাজে ব্যস্ত থাকেন সনু সুদ। করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এই সব কাজের মাঝেই জোর কদমে চলছে তাঁর শরীরচর্চাও। শুধু শরীর চর্চাই নয় শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন খাবারের। সেই খাবারই বানাতে দেখা গেল সনু সুদ -কে। কাজের ব্যস্ততার মাঝে নিজেই বানাচ্ছেন খাবার। নিজের হাতে বানিয়ে ফেললেন ধোসা। রান্নায় তিনি যে পারদর্শী তা তাঁর ধোসা বানানো দেখে বেশ বোঝা গেল।