আগস্টের শেষে বা সেপ্টেম্বরে মা হতে পারেন নুসরত জাহান। এমনই খবর ছিল টলিপাড়ায়। অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন তারকা সাংসদ নুসরত জাহান। নুসরত -এর কোলে এল পুত্র সন্তান। বুধবার কলাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিট নাগাদ মা হলেন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও। 'ভালোই আছেন নুসরত এবং তাঁর সন্তান', এমনটাই জানালেন হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর। নবজাতকের ওজন নিয়ে অবশ্য কিছু বলতে চাননি তিনি।
আগস্টের শেষে বা সেপ্টেম্বরে মা হতে পারেন নুসরত জাহান। এমনই খবর ছিল টলিপাড়ায়। অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন তারকা সাংসদ নুসরত জাহান। নুসরত -এর কোলে এল পুত্র সন্তান। বুধবার কলাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিট নাগাদ মা হলেন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও। 'ভালোই আছেন নুসরত এবং তাঁর সন্তান', এমনটাই জানালেন হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর। নবজাতকের ওজন নিয়ে অবশ্য কিছু বলতে চাননি তিনি।