বসন্তের আমেজ এখন চারপাশে। আর এই বসন্ত মানেই দোল উৎসব। দোল উৎসবে সবাই মেতে ওঠেন রং খেলায়। আর এই দোল উৎসব বা হোলির এক বিশেষ পর্ব আসতে চলেছে দিদি নম্বর ওয়ানে। হোলিতে দিদি নম্বর ১-এ থাকছে বড় চমক।
বসন্তের আমেজ এখন চারপাশে। আর এই বসন্ত মানেই দোল উৎসব। দোল উৎসবে সবাই মেতে ওঠেন রং খেলায়। আর এই দোল উৎসব বা হোলির এক বিশেষ পর্ব আসতে চলেছে দিদি নম্বর ওয়ানে। হোলিতে দিদি নম্বর ১-এ (Didi no1) থাকছে বড় চমক। দিদি নম্র ১-এ আসছে এক ঝাঁক তারকা। সেই সঙ্গেই থাকছে নানা মজার মজার খেলা। দোলের বিশেষ পর্বর জন্য সেজে উঠেছে দিদি নম্বর ১-এর মঞ্চ। দিদি নম্বর ১-এর পর্দায় দেখা যাবে তারকা দম্পতিদের। দিদি নম্বর ১-এর মঞ্চেই হবে হোলি সেলিব্রেশন। মঞ্চেই রং খেলায় মাততে দেখা যাবে তারকা দম্পতিদের। থাকবেন সোনালী, নবনীতে, শ্রুতি এবং সুস্মিতা। আরও এক পর্বে থাকবেন মধুবনী, মৌসুমী, রূপশ্রী এবং ইমন। শুক্রবার এবং শনিবার দেখা যাবে এই বিশেষ পর্ব। ইতিমধ্যেই বিশেষ পর্বের প্রোমো সামনে এসেছে। নাচে-গানে জমজমাট দুই পর্ব দেখার অপেক্ষায় এখন দর্শকরা।