শুক্রবার হোলির আনন্দে মেতেছিল গোটা দেশের মানুষ। হোলির আনন্দে মেতে উঠেছিলেন টলি তারকারাও। টলি থেকে শুরু করে বলি রঙের উৎসবে মেতেছিলেন তারকারাও। ছেলেকে নিয়ে রঙের উৎসবে মাততে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা সরকারকে।
শুক্রবার হোলির (Holi) আনন্দে মেতেছিল গোটা দেশের মানুষ। হোলির আনন্দে মেতে উঠেছিলেন টলি তারকারাও (Tollywood celebrities)। টলি থেকে শুরু করে বলি রঙের উৎসবে মেতেছিলেন তারকারাও। শুক্রবার সকাল থেকে উঠে আশতে শুরু করে সেই ছবি। এখন অধিকাংশ তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। যাই হোক না কেন তারা সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও শেয়ার করেন। এবারও সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন তারকারা। ছেলেকে নিয়ে রঙের উৎসবে মাততে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা সরকারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী নিজেই। রঙিন আবিরের সঙ্গে গাঁদা ফুল নিয়ে হোলি সেলিব্রেশন সোহিনীর। কাছের মানুষের সঙ্গেই রং খেললেন অভিনেত্রী। রকমারি আবির নিয়ে দোল উৎসবে মাতলেন গৌরব এবং রিদ্ধিমা। সাদা পোশাকে তারকা জুটি নজর কাড়লেন সকলের। হোলিতে মনের আনন্দে নাচতে দেখা গেল কৌশানিকে। সোশ্যাল মিডিয়ায় হোলির ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।