শুক্রবার রংখেলায় মেতেছিলেন সকলে। তারকারাও এদিন চুটিয়ে রং খেলেছেন। রং খেলেছেন রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান। সোশ্যাল মিডিয়ায় রাজ শেয়ার করেছেন ভিডিও। ১৮ মার্চ, শুক্রবার ছিল দোল উৎসব, ওই দিনই সকলে মেতেছিলেন রং খেলায়।
শুক্রবার রংখেলায় মেতেছিলেন সকলে। তারকারাও এদিন চুটিয়ে রং খেলেছেন। রং খেলেছেন রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান (Yuvaan)। সোশ্যাল মিডিয়ায় রাজ (Raj Chakraborty) শেয়ার করেছেন ভিডিও। ১৮ মার্চ, শুক্রবার ছিল দোল উৎসব, ওই দিনই সকলে মেতেছিলেন রং খেলায় (Holi celebration)। আবির উড়ছিল আকাশে বাতাসে। সারা বছর মানুষ এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। এই দিনে সবাই মাতেন রং খেলায়। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ মেতে ওঠেন রং খেলায়। এবছরও এই একই ছবি দেখে গিয়েছে দেশের নানান প্রন্তে। আর এই রং খেলায় গা ভাসিয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে তেমনই নানান ছবি। টলি তারকা থেকে শুরু করে বলি তারকারা সবাই মেতেছিলেন রংখেলায়। সোশ্যাল মিডিয়ার হাত ধরে তারকাদের রং খেলার ছবি উঠে এসেছে। রং খেলেছে ছোট্ট ইউভানও আর সেই ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই তা নজর কাড়ে সকলের। ভিডিওয় মায়ের কোলে দেখা গিয়েছে ছোট্ট ইউভানকে। ইউভানের কপালে দেখা গিয়েছে লাল আবির। শুভশ্রীকেও দেখা গিয়েছে লাল আবির মেখে।