হোলিতে চুটিয়ে মজা করেছেন নিক এবং প্রিয়াঙ্কা। বিদেশের মাটিতেও দেশি হোলিতে মজতে দেখা গিয়েছে তাঁদের। আর হোলিতেই নিক-এর রঙে নিজেকে রাঙালেন প্রিয়াঙ্কা। নিকের গালে গাল ঘষে রঙ মাখতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।
হোলি মানেই রঙের উৎসব। সারাবছর মানুষ এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। হোলির (Holi) এই বিশেষ দিনে সবাই রং খেলায় মজে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নরকম ভাবে দোল উৎসব পালন। তবে দেশের বাইরে বিদেশেও হোলি সেলিব্রেট (Holi celebration) হয়। আর এবার তেমনই ছবি ধরা পড়ল ক্যামেরায়। প্রয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে এখন বিদেশেই রয়েছেন আর হোলির দিনে সেখানেই চুটিয়ে আনন্দে করতে দেখা গেল নিক এবং প্রিয়াঙ্কাকে। হোলিতে চুটিয়ে মজা করেছেন নিক এবং প্রিয়াঙ্কা। বিদেশের মাটিতেও দেশি হোলিতে মজতে দেখা গিয়েছে তাঁদের। আর হোলিতেই নিক-এর রঙে নিজেকে রাঙালেন প্রিয়াঙ্কা। নিকের গালে গাল ঘষে রঙ মাখতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। রং খেলার মাঝেই চুম্বনে ডুব দিয়েছেন নিক এবং প্রিয়াঙ্কা। ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন মত্ত নিক-প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল।