হাতে আর মাত্র কটা দিন তারপরেই রয়েছে হোলি। রঙের উৎসবে মেতে উঠবে সকলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এখন ধারাবাহকগুলিতেও হোলি সেলিব্রেট করতে দেখা যায়। খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকে আসছে হোলির বিশেষ পর্ব। ধারাবাহিকে হোলির বিশেষ দিনে থাকছে বড় চমক।
হাতে আর মাত্র কটা দিন তারপরেই রয়েছে হোলি (Holi)। রঙের উৎসবে মেতে উঠবে সকলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এখন ধারাবাহকগুলিতেও হোলি সেলিব্রেট করতে দেখা যায়। খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকে আসছে হোলির বিশেষ পর্ব। ধারাবাহিকে হোলির বিশেষ দিনে থাকছে বড় চমক। নতুন মোড় নিতে চলেছে এই ধারাবাহিকে। তারই প্রোমো শ্যুটিংয়ের ছবি এবার ধরা পড়ল ক্যামেরায়। অভিনেতা রাহুল মজুমদার শেয়ার করলেন সেই ভিডিও। ভিডিওয় দেখা গিয়েছে কীভাবে শ্যুটিং হচ্ছে এই বিশেষ পর্বর। তবে ইতিমধ্যেই সামনে এসেছে এই খকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের রঙ দোলের এই বিশেষ পর্বর প্রোমো। যেখানে দেখা গিয়েছে খুকু-বিহানের জীবনে আসতে চলেছে বড় বিপদ। রঙদোলের আনন্দের মাঝেই তাঁদের জীবনে আসতে চলেছে বড় বিপদ। নিজেদের অজান্তেই বিপদের মুখে দাঁড়িয়ে দুজনে। তবে এই বিপদের হাত থেকে কী করে তাঁরা বাচবে তাই এখন প্রশ্নের মুখে।