আজকাল বাবার একাকীত্বটাও ভাবায় হল্লা পার্টির সঙ্গে শলা পরামর্শ করে সমরেশের বিয়ের আয়োজনও করে সিড | তবু যেন স্বাভাবিক হয়ে উঠতে পারে না তারা দুজনেই | পর্দার বাইরে ঠিক কেমন সম্পর্ক বাবা ছেলের
শুরু থেকেই সমরেশ ও সিদ্ধার্থ-র সম্পর্কটা কখনও সহজ, আবার কখনও বা একটি জটিল আবর্তে। অতিতের বেশ কিছু ঘটনা সিদ্ধার্থের মনে এমন ভাবেই দাগ কেটেছে যে বাবাকে সে কোনভাবেই মেনে নিতে পারে না। আর তাই নিজের বাবাকে স্যার বলেই সম্মোধন করে সে। ইদানিং মিঠাইয়ের হস্তক্ষেপে তাদের দুজনের সম্পর্কেরই উন্নতি ঘটেছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। আজকাল বাবার একাকীত্বটাও ভাবায় সিডকে। তাই হল্লা পার্টির সঙ্গে শলা পরামর্শ করে সমরেশের বিয়ের আয়োজনও করে সিড। তবু যেন স্বাভাবিক হয়ে উঠতে পারে না তারা দুজনেই। এই রসায়ন তো গেল পর্দার কথা। পর্দার বাইরে ঠিক কেমন সম্পর্ক তাদের দুজনের ? তা জানতে এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরা পৌঁছালো মিঠাইয়ের ছেলেদের মেকআপ রুমে। সেখানেই খুনসুটি করতে দেখা গেল বাবা-ছেলেকে! চলুন দেখে নেওয়া যাক সেই অনবদ্য ফ্রেম যা রিয়াল লাইফের কৌশিক চক্রবর্তী ও আদৃত রায়-কে একাত্ম করেছে।