ঘোর বিপদ নেমে এসেছে মথুরের ছেলে দ্বারিকা ও তার স্ত্রী ইন্দুমতির জীবনে। নগেন বাবু বারবার দ্বারিকার ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। এবার দ্বারিকা এবং ইন্দুকে মেরে ফেলার শেষ পরিকল্পনাটাও করে ফেলেন নগেন।
ঘোর বিপদ নেমে এসেছে মথুরের ছেলে দ্বারিকা ও তার স্ত্রী ইন্দুমতির জীবনে। নগেন বাবু বারবার দ্বারিকার ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। এবার দ্বারিকা এবং ইন্দুকে মেরে ফেলার শেষ পরিকল্পনাটাও করে ফেলেন নগেন। সম্প্রতি জি বাংলার নয়া প্রমোতে এমনই ছবি উঠে এসেছে। ইন্দুর নৌকার মধ্যে ফুটো করে দেয় নগেন বাবু, যার ফলে নৌকার মধ্যে হু হু করে জল ঢুকতে থাকে এবং নৌকায় জল ঢুকে তা মাঝনদীতে ডুবতে থাকে। অন্যদিকে রামকৃষ্ণ বিপদের আশঙ্কা পেয়ে মা ভবতারিণীকে ডাকতে শুরু করে যাতে মা যাতে দ্বারিকা এবং ইন্দুকে বিপদ থেকে রক্ষা করেন। রামকৃষ্ণের প্রার্থনা শুনেই জলের মাঝখান থেকে উঠে আসেন মা ভবতারিণী। এ কোন বিপদ নেমে এল দ্বারিকা ও তার স্ত্রী ইন্দুর জীবনে, মা ভবতারিণীর কৃপায় কি প্রাণরক্ষা হবে দ্বারিকা ও ইন্দুর, ধারাবাহিকে আসতে চলেছে রুদ্ধশাস তিন পর্ব।