খেলনা বাড়ির সেটে সকলের প্রিয় অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের স্ত্রী পৃথার জন্মদিন পালন করা হল, আপনারা দেখে নিন সেই মিষ্টি মুহূর্তের ছবি
মেগা ধারাবাহিকে অভিনয় করা মানে দিনের বেশিরভাগ সময়ই সেই সেটে অতিবাহিত করা | সেই ধারাবাহিকের সহ অভিনেতা-অভিনেত্রীরাই হয়ে ওঠে এক্সটেন্ডেড ফ্যামিলি | সকলে প্রিয় ধারাবাহিক খেলনা বাড়ির সেট ঠিক কতটা জমজমাট থাকে তা সকলেরই জানা | এবার খেলনা বাড়ির সেটে সকলের প্রিয় অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের স্ত্রী পৃথার জন্মদিন পালন করা হল, আপনারা দেখে নিন সেই মিষ্টি মুহূর্তের ছবি |