আবারও এক ছবির সঙ্গে মিশে থাকা স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক । এবার 'মন মানে না' শুটিংয়ের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরলেন
ছোট থেকেই ভিতরে ভিতরেই অভিনয় প্রতি ভালোবাসাটা জন্মেছিল স্বভাব সিদ্ধভাবেই | বাবার দৌলতে ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে পরিচয় এর খামতি ছিল না | কলেজে পড়তে পড়তেই আসে বাংলা ছবি নাটের গুরুর প্রস্তাব | টলি কুইন কোয়েল মল্লিকের একের পর এক ছবি ব্লকবাস্টার হিট | মাঝে মাঝেই সেইসব ছবির সঙ্গে মিশে থাকা স্মৃতি শেয়ার করে থাকেন কোয়েল মল্লিক | এবার 'মন মানে না' শুটিংয়ের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরলেন | চলুন দেখে নিন সেই মিষ্টি মুহূর্তের কথা |