সম্প্রতি মুক্তি পেতে চলেছে পরিচালক পাভেলের নতুন ছবি কলকাতা চলন্তিকা, ছবিটির অভিনব প্রচার সারলেন সৌরভ দিতিপ্রিয়া কিরণ পাভেলরা |
সম্প্রতি মুক্তি পেতে চলেছে পরিচালক পাভেলের নতুন ছবি কলকাতা চলন্তিকা | ২০ই জুন মুক্তি পায় ছবির টিজার, ট্রেলার মুক্তি ৩০সে জুন | পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি | ছবিটির অভিনব প্রচার সারলেন সৌরভ দিতিপ্রিয়া কিরণ পাভেলরা | পাটুলির নচিকেতার চায়ের দোকানের সামনে এক অকাল বিসর্জনের অনুষ্ঠান আয়োজিত করে তারা | ধুনুচি নাচ থেকে ঢাক বাজানো, সবকিছুই করে গোটা টিম