কলকাতা থেকে চেন্নাই উড়ে গেলেন সকলের প্রিয় সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী চেন্নাইয়ে যান অস্ত্রপচার করাতে |
কলকাতা থেকে চেন্নাই উড়ে গেলেন সকলের প্রিয় সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায় | শিরদাঁড়ায় অসহ্য যন্ত্রণা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেন অভিনেত্রী | চিকিৎসক তাকে অস্ত্রপচারের পরামর্শ দেন | তাই অভিনেত্রী চেন্নাইয়ে যান অস্ত্রপচার করাতে | এই মুহূর্তে তিনি সহচরী ধারাবাহিক ও দেবের প্রজাপতি সিনেমায় কাজ করছিলেন | তিনি ফেসবুক থেকে লাইভে এসে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেন