দীর্ঘ কয়েক বছরের পথ চলা অবশেষে শেষ হল। জি বাংলার পর্দায় আর দেখা যাবে না কৃষ্ণকলি ও তার পরিবারকে। আগেই হয়ে গিয়েছিল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। শেষ দিনে দেখা গেল নিখিলকেও।
দীর্ঘ কয়েক বছরের পথ চলা শেষ। তোমরা কুঞ্জ সাজাও গো, প্রোমো সামনে আসে, এক শ্যামবর্ণ গ্রামের মেয়ে। যার এক মাত্র সম্পদ তার গানের গলা। কৃষ্ণ মন্ত্রে দিক্ষীত সে। তাই কৃষ্ণ নামেই গান বাঁধে, গান গায় সে, অর্থাত শ্যামা। ঘটনাচক্রে তার সাথে বিয়ে হয় শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে নিখিলের সাথে। তারপর তাদের পথ চলাশুরু হয়। আর সিরিয়াল প্রেমীদের মনে অনায়াসেই জায়গা করে নেয় তার এই পথচলা, ওঠাপড়ার গল্প। এক সময় টানা কয়েক মাস বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। নানা টানাপড়েনের মধ্যে দিয়ে এগিয়েছে ধারাবাহিকের গল্প। এবার সব কিছুর অবসান। হলে গেল ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। আর এই দিনই আবেগ ঘন হয়ে কি বলেন কলাকুশলিরা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি-র শেষ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এই বিষয় কেউই নিশ্চিত করে কিছু বলেননি। তবে এবার সেই খবরে সিলমোহর দেন শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা রায় নিজেই। ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ের এক্সক্লুসিভ ভিডিও ধরা পড়ল এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায়।