দীপাবলিতে কলকাতায় এসেছিলেন রাখি সাওয়ান্ত। পুজোর উদ্বোধনেই কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা যায় মদন মিত্রকেও।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর থেকে 'কালারফুল' তকমা পেয়েছেন মদন মিত্র। কালারফুল রোদ চশমা থেকে শুরু করে তাঁর কালারফুল পোশাক নজরকাড়ে সকলের। তিনি যে মনের দিক থেকে কতটা কালারফুল তা তাঁকে দেখলে বেশ বোঝা যায়। এই মদন মিত্রকেই রাজনীতির পাশাপাশি নানান ভাবে দেখা যায়। কখনও তাঁকে দেখা যায় গানও গাইতে। ইতিমধ্যেই তাঁর ওহ্ লাভলি গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই কালারফুল মদন মিত্রকেই বহুবার দেখা গিয়েছে নাচে-গানে মাততে। তাঁকে আবার কোমর দোলাতে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে। দীপাবলিতে কলকাতায় এসেছিলেন রাখি সাওয়ান্ত। পুজোর উদ্বোধনেই কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা যায় মদন মিত্রকেও। দু'জনে মিলে জমিয়ে নাচগানও করলেন। ব়্যাম্প ওয়াক করতেও সম্প্রতি দেখা গিয়েছে মদন মিত্রকে। সব মিলিয়ে কালারফুল মদন নজরকেড়েছে সকলের। ইতিমধ্যেই তাঁর ফ্যানের তালিকাও নেহাত ছোট নয়। বহু মানুষ তাঁকে ফলো করেন।