২১ ডিসেম্বর দিদি নম্বর ১ -এ ধামাকাদার পর্ব। দিদি নম্বর ১ -এ সস্ত্রীক কালারফুল মদন মিত্র। সঙ্গে থাকছেন সস্ত্রীক বাবুল-রাঘব-শিবাজী। তারকাদের নিয়ে জমজমাট এক পর্ব।
দিদি নং ১-এর মঞ্চে হামেশাই তারকাদের দেখা যায়। তবে ২১ ডিসেম্বর দিদি নম্বর ১ -এ ধামাকাদার এক পর্ব দেখতে চলেছেন দর্শকরা। দিদি নম্বর ১ -এর মঞ্চে প্রথমবার সস্ত্রীক কালারফুল মদন মিত্র। মদন মিত্রর অবশ্য এই নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তবে তিনি যে মনে প্রাণে কতটা কালারফুল তা তাঁকে দেখলে বেশ বোঝা যায়। জমকালো সাজে এবার তাঁকে দেখা যাবে দিদি নম্বর ১ -এর মঞ্চে। তবে শুধু তিনিই নন সেই সঙ্গে মঞ্চ কাঁপাতে আসছেন আরও সব তারকারা। থাকছেন সস্ত্রীক বাবুল সুপ্রিয়, সস্ত্রীক শিবাজী চট্টোপাধ্যায় এবং রাঘব চট্টোপাধ্যায়। তারকাদের নিয়ে জমজমাট এক পর্ব। দিদির সঙ্গে খেলা-আড্ডায় জমজমাট দিদি নং ১। সঙ্গে থাকছে মজার মজার খেলাও। মদন মিত্রকে নিয়ে এই পর্ব দেখতে এখন মুখিয়া রয়েছেন দর্শকরা। দিদি নং ১ জি বাংলার একটি জনপ্রিয় রিয়ালিটি শো আর সেখানেই যখন আসছেন মদন মিত্র তখন সেখানে যে ধামকাদার কিছু অপেক্ষা করে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা আর তাই দেখতেই এখন অপেক্ষায় দর্শকরা।