জগদম্বার চরিত্রে এতদিন অভিনয় করছিলেন রোশনি ভট্টাচার্য। রোশনি ভট্টাচার্য এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাসমণি ধারাবাহিক থেকে এবার তাই বিদায় নিচ্ছেন তিনি।
জগদম্বার চরিত্রে এতদিন অভিনয় করছিলেন রোশনি ভট্টাচার্য। রোশনি ভট্টাচার্য এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাসমণি ধারাবাহিক থেকে এবার তাই বিদায় নিচ্ছেন তিনি। তাঁর বদলে কাকে দেখা যাবে এই চরিত্রে, উঠছিল প্রশ্ন। এবার সামনে এল জগদম্বার নতুন অভিনেত্রীর নিউ লুক। রোশনি ভট্টাচার্যের জায়গায় অভিনয় করবেন মিমি। ইতিমধ্যেই জগদম্বার সাজে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীকে বেশ ভালো লাগছে জগদম্বার চরিত্রে। রাসমণির সেটে এশিয়ানেট নিউজ বাংলা। রোশনির শ্যুটিংয়ের শেষ দিন কাটা হল কেক। সেখানে দেখা গেল টিমের বাকি সদস্যদেরও। মিমির কথায় রানি রাসমণির মতো ধারাবাহিক, তারওপর জগদম্বার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। সূত্রের খবর নতুন জগদম্বার চোখ দিয়েই এবার সিরিয়ালের বেশ কিছু পর্ব দেখবেন দর্শকরা। অন্যদিকে মন খারাপ রোশনির।