গুলিবিদ্ধ মিঠাই! ওমির গুলি সিঁধল মিঠাই-এর বুকে! কেন হল এমন! মিঠাই কি ফিরে আসতে পারবে মৃত্যুর মুখ থেকে! এখন এমনই জিজ্ঞাসা বাংলা ধারাবাহিকের এই জনপ্রিয় সিরিয়ালকে ঘিরে। জি বাংলা কর্তৃপক্ষ প্রকাশ করেছে মিঠাই-এর নতুন টিজার। আর তাতেই দেখা যাচ্ছে মিঠাই-কে গুলি খেতে।
নানা বাঁধাবিপত্তিব কাটিয়ে চার হাত এক হচ্ছিল নীপা-রুদ্রর। আর সেই সময়ই ওমি আগারওয়ালের বন্দুক থেকে ছোড়া গুলি। যা আসলে ওমি তাক করেছিল সিড-কে লক্ষ করে। জানলার ওপার থেকে ওমি যে বন্দুক তাক করেছে তাংর উচ্ছেবাবু থুড়ি ,সিড-এর দিকে, তা দেখতে পেয়ে গিয়েছিল মিঠাই। কয়েক সেকেন্ডের মধ্যে মিঠাই সিড-এর সামনে এসে গিয়ে গুলিটিকে নিজের বুকে নিয়ে নেয়। গুলিবিদ্ধ হওয়ার সময় মিঠাই-এর মুখ দিয়ে একটাই আওয়াজ তখন, উচ্ছে বাবু। আচমকা এমন ঘটনায় হতভম্ব সকলে।