পর্দায় ঊর্মি এবং সাত্যকির জীবনের সমস্যার কারণ তিনি। যত চক্রান্ত সব তারই মস্তিষ্কপ্রসূত। তাই দর্শকদেরই চক্ষুশূল সে। নিশ্চই বুঝতে অসুবিধা হচ্ছে না কার কথা বলছি। কথা হচ্ছে ঊর্মির মামনিকে নিয়ে অর্থাৎ অভিনেত্রী নবনিতা চট্টোপাধ্যায়কে নিয়ে।
পর্দায় ঊর্মি এবং সাত্যকির জীবনের সমস্যার কারণ তিনি। যত চক্রান্ত সব তারই মস্তিষ্কপ্রসূত। তাই দর্শকদেরই চক্ষুশূল সে। কথা হচ্ছে ঊর্মির মামনিকে নিয়ে অর্থাৎ অভিনেত্রী নবনীতা চট্টোপাধ্যায়কে নিয়ে। ধারাবাহিকে সাত্যকিকে এবং ঊর্মিকে আলাদা করার চেষ্টা এক ভাবে চালিয়ে যাচ্ছে সে। যার করণে সবারই চক্ষুশূল হয়ে উঠেছে সে। পর্দায় তিনি সকলের অপ্রিয় হলেও তাঁর অভিনয় দক্ষতা দর্শকের কাছে তাঁর গ্রহন যোগ্যতা যে কতটা বাড়িয়েছে তা আর বালার অপেক্ষা রাখে না। তবে তাঁর আরও ইক পরিচয় আছে, সকলের প্রিয় অভিনেতা রাজা চট্টোপাধ্যায়, অর্থাত জীবন সাথী ধারাবাহিকের সুভাস ব্যানার্জীকে কে না চেনে। বাস্তব জীবনে রাজা, নবনিতা স্বামী স্ত্রী। পর্দায় তারা ২ জোনেই নেগেটিভ চরিত্র করলেও বাস্তবে কিন্তু দুজনেই বেশ মজার মানুষ। সদ্যাই গেল নবনিতা চট্টোপাধ্যায়ের জন্মদিন।