কলকাতা বিমান বন্দরের মধ্যে বিমান সেবিকাদের টাপা-টিনি নাচ ভাইরাল, পা মেলালেন মনামি

টাপাটিনি গানের সঙ্গে নাচ বিমান সেবিকাদের। এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। শুক্রবারই মুক্তি পেয়েছে বেলাশুরু ছবিটি। বেলাশেষ সিনেমার সিক্যুয়েল এটি। দীর্ঘদিন ধরেই এই ছবিটির জন্য প্রতীক্ষা চলছিল। বেলাশুরু-র গান টাপা-টিনি। গানটি মুক্তির পর বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ছবির প্রচার উপলক্ষ্যে বিমান সেবিকাদের এই নাচ বলে জানা গিয়েছে। নাচে অংশ নেন ছবির অভিনেত্রী মনামি ঘোষ। 

বেলাশুরু মুক্তি পেয়েছে শুক্রবার। আর মুক্তির পরই বিপুল প্রশংসা পাচ্ছে সিনেমাপ্রেমীদের। তবে বেলাশুরুর গান টাপা-টিনি গত কয়েক সপ্তাহ ধরে বাংলা ছবির এবং গানের ভক্তদের মুগ্ধ করে রেখেছে। মুক্তি পেতেই বিপুল হিট টাপা-টিনি। এমনকি, বাংলার গণ্ডী ছাড়িয়ে অন্য ভাষাভাষির মানুষরাও টাপা-টিনি গানে রিল তৈরি করে ইনস্টাগ্রামে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন। সম্প্রতি এই অতিমারির বাজারে কোনও বাংলা ছবির গান এই পর্যায়ে .হিট পেয়েছে কি না তা কেউ বলতে পারছে না। কলকাতা বিমানবন্দরের লাউন্জে আচমকাই এসে জড়ো হতে থাকেন স্পাইস জেটের বিমান সেবিকা ও অন্যান্য স্টাফরা। ব্যাকগ্রাউন্ডে টাপা-টিনি বেজে উঠতেই শরীরি হিল্লোলে মাতিয়ে দেন তাঁরা। এরমধ্যে এসে আবার যোগ দেন অভিনেত্রী মনামি ঘোষ। তিনিও বেলাশুরুর এক অতি গুরুত্বপূর্ণ চরিত্র তো বটেই। সেই সঙ্গে টাপা-টিনি গানের সিনেমাটিক দৃশ্যে অন্যতম কুশীলব।  

07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও
Read more