৪ ফেব্রুয়ারি বিয়ের সেরেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এলাহি আয়োজন ছিল তাঁদের বিয়েতে। তবে বৌভাত তেমন জমকালো হয়নি। ঘরোয়া অনুষ্টানই ছিল তাঁদের বৌভাতে। ভ্যালেনটাইন্স ডে -এর দিন ছিলেন তাঁদেরই রিসেপশন। বাদশাহি আয়োজন ছিল তাঁদের রিসেপশনে। দুজনের পরনেই ছিল জমকালো পোশাক। তাঁদের সাজে মুঘল আমলের ছোঁয়া। রিসেপশনের পোশাকেই টুম্পা গানের সঙ্গে নাচ করতে দেখা গেল নব দম্পতীকে। উদ্দাম নাচে মজেছিলেন নীল ও তৃণা।