জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। তিন মেয়েকে নিয়ে সাবিত্রীর সংসার, এই নিয়েই এগোবে গল্প। সাবিত্রীর স্বামী তাঁকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছেন।
জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron tubri)। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের (serial) প্রোমো। তিন মেয়েকে নিয়ে সাবিত্রীর সংসার, এই নিয়েই এগোবে গল্প। সাবিত্রীর স্বামী তাঁকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করেছেন। সাবিত্রীর মেয়ে তুবড়ি, সেই এই গল্পের মূল চরিত্র। সমাজে মেয়েদের লড়াইয়ের একেবারে এক ভিন্ন স্বাদের এই গল্প। তিন মেয়েকে নিয়ে সাবিত্রী একটি চপের দোকান চালায়। তুবড়ি স্বপ্ন দেখে ভবিষ্যতে একটি বড় খাবারের দোকান খোলার। তুবড়িকে দেখেই তাঁর প্রেমে পড়ে অর্জুন। অর্জুন এবং তুবড়ি দুজনে একেবারে ভিন্ন মেরুর মানুষ। অর্জুনের তুবড়ির প্রতি প্রেম কী পূর্ণতা পাবে এটাই এখন সবার প্রশ্ন। ধারাবাহিকে তুবড়ির মা-এর চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে। তুবড়ির চরিত্রে অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়। তুবড়ির বোনে ও দিদির চরিত্রে অভিনয় করছেন সৌমি চট্টোপাধ্যায়, সুকন্যা বসু। অর্জুনের চরিত্রে দেখা যাবে স্বস্তিক ঘোষকে। এছাড়াও দেখা যাবে রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য এবং ঋ সেনগুপ্তকে। ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিক শুরুর অপেক্ষায় এখন দিন গুণছেন দর্শকরা।