টিআরপি তালিকার শীর্ষে এখন মিঠাই ধারাবাহিক। একটানা এই ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রেখেছে। গত ৪ জানুয়ারি 'মিঠাই' ধারাবাহিকের এক বছর পূর্ণ হল। এক বছর পূর্তিতে মনোহরায় ছিল জমজমাট সেলিব্রেশন।
টিআরপি তালিকার শীর্ষে এখন মিঠাই ধারাবাহিক। একটানা এই ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রেখেছে। সকলের প্রিয় ধারাবাহিক মিঠাই স্বগৌরবে ১ বছর পূরণ করল মঙ্গলবার। নতুন বছরের ৪ জানুয়ারীতে তাই শ্যুটিংস্পটে জমজমাট সেলিব্রেশন। সিড-মিঠাই তো ছিলই, সঙ্গে ছিল গোটা হল্লাপার্টি। বলা ভালো মনহরার সকল সদস্যই দর্শকদের যে কতটা মন-হরণ করে রেখেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মিঠাই মানে শুধু যে মিষ্টি তৈরিতে কাহিনি আবদ্ধ- এমনটা নয়। মিঠাই-এর সাফল্যের মূল চাবিকাঠি এর গল্প এবং পারিবারিক সম্পর্ক। এক বছর পূর্তিতে মনোহরায় ছিল জমজমাট সেলিব্রেশন। কেক কেটে সেলিব্রেট হল এই বিশেষ দিনটি। সেই মুহূর্তের ভিডিওই ধরা পড়ল ক্যামেরায়। গোটাদিন ধরেই মিঠাই ভক্তরা অপেক্ষায় ছিলেন কখন সামনে আসবে সেলিব্রেশনের সেই মুহূর্ত অবশেষে সামনে এল সেই বিশেষ মূহূর্ত। চলুন দেখে নিন। ইতিমধ্যেই এই দিনের ভিডিও নজর কেড়েছে মিঠাইয়ের ভক্তদের। তবে আগামী এপিসোডে যে আরও নানান চমক আসতে চলেছে সে ইঙ্গিতও মিলল।