এক প্রতিবাদ এবং জীবনমুখী গানের সাধকের মুখের ভাষায় তপ্ত বাংলা এবং বাংলার রাজনীতি। কেউ বলছেন তাঁকে যেখানে দেখা যাবে সেখানে তাঁকে উত্তম-মধ্যম দেওয়া হবে। আবার কেউ বলছেন তিনি যা করেছেন ঠিক করেছেন। এত বিতর্কের মাঝে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী স্মরণ করালেন এক অন্য কথা।
এক প্রতিবাদ এবং জীবনমুখী গানের সাধকের মুখের ভাষায় তপ্ত বাংলা এবং বাংলার রাজনীতি। কেউ বলছেন তাঁকে যেখানে দেখা যাবে সেখানে তাঁকে উত্তম-মধ্যম দেওয়া হবে। আবার কেউ বলছেন তিনি যা করেছেন ঠিক করেছেন। এত বিতর্কের মাঝে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী স্মরণ করালেন এক অন্য কথা। কবীর সুমনকে নিয়ে সাম্প্রতিক এই বিতর্কের সূচনা করে একটি ভাইরাল অডিও ক্লিপ। যেখানে কবীর সুমনকে একটি টেলিভিশন নিউজ চ্যানেলের সাংবাদিককে গালাগালি করতে শোনা যায়। ৩০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে গালিগালাজের জন্য ক্ষমাও চান কবীর সুমন। এক দীর্ঘ পোস্ট করেন এই বিতর্ক নিয়ে। কবীর সুমনের অডিও টেপ ভাইরাল হতেই যে বিদ্বজনেরা সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে সবার আগে ছিলেন কবি শ্রীজাত। তিনি ফেসবুক পেজে কবীর সুমনের গালি বিতর্কের তমুল সমালোচনা করেন। এই নিয়েও কবি রানু মজুমদারকে নিজের প্রতিক্রিয়া ব্য়ক্ত করেন কবীর সুমন। কবীর সুমনের অডিও টেপ ভাইরাল হতেই যে বিদ্বজনেরা সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে সবার আগে ছিলেন কবি শ্রীজাত। তিনি ফেসবুক পেজে কবীর সুমনের গালি বিতর্কের তমুল সমালোচনা করেন। এই নিয়েও কবি রানু মজুমদারকে নিজের প্রতিক্রিয়া ব্য়ক্ত করেন কবীর সুমন।