এখনও শুরু হয়নি সম্প্রচার, আগামী ১০ জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যেই ধারাবাহিকের পরপর ২ টি প্রোমো সামনে এসেছে। জোর কদমে চলছে এখন ধারাবাহিকের শুটিং।
এখনও শুরু হয়নি সম্প্রচার, আগামী ১০ জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যেই ধারাবাহিকের পরপর ২ টি প্রোমো সামনে এসেছে। জোর কদমে চলছে এখন ধারাবাহিকের শুটিং। অন্যদিকে ধারাবাহিকের ২ মুখ্য চরিত্র পিলু আর আহিরের মধ্যে ইতিমধ্যেই হয়ে গেছে দারুন বন্ডিং। আর তাই কাজের ফাঁকে নিজেদের মধ্যে আড্ডায় মাতলেন পিলু আর আহির। প্রসঙ্গত, গান নিয়েই জি বাংলার এই নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো নজর কেড়েছে দর্শকদের। হাতে মাত্র আর কটাদিন,তারপরই জি বাংলায় শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক পিলু। বেশ কয়েকদিন আগেই সামনে এসেছিল ধারাবাহিকের প্রোমো। গুরু গৃহ, গুরু আদিত্য নারায়ণের গুরুকূলে থাকেন আহির, সেখানেই বহুবছর ধরে চলেছে তার সঙ্গীত চর্চা। তার গুরুজি, আর্থাৎ আদিত্য নারায়ণের ইচ্ছা তাঁর প্রিয় ছাত্র আহিরের সাঙ্গে তাঁর মেয়ে সেতার বাদক রনজিনির বিয়ে দেওয়ার। কিন্তু ঘটনাচক্রে আহিরের সাঙ্গে দেখা হয় মাটির মেয়ে পিলুর, যার যাপন মাটিরগান নিয়েই। কিন্তু এই সাক্ষাৎ নতুন কোন সমিকরন তৈরি করে কীনা এখন সেটাই দেখার। পর্দার এপারের কাহিনির আভাস তো খানিকটা পাওয়া গেল। কিন্তু কেমন চলছে পর্দার ওপারের গল্প, সেটাই ধরা পড়ল এবার ক্যামেরায়।