অবশেষে এসে গেল সেই বিশেষ দিন। ঘটনা চক্রে মালাবদল হল আহির-পিলুর। আদিবাসী গ্রামের নিয়ম অনুযায়ী অজান্তেই বিয়ে হল তাঁদের। সামনে এয়েছে পিলু ধারাবাহিকের এই নতুন ভিডিও। ধারাবাহিকের শ্যুটিংয়ের দৃশ্য ধরা পড়ল এবার ক্যামেরায়।
অবশেষে এসে গেল সেই বিশেষ দিন। একের পর নতুন ঘটনা ঘটে চলেছে পিলু ধারাবাহিকে। এবার ধারাবাহিকে আসতে চলেছে আরও এক নয়া মোড়। ঘটনা চক্রে মালাবদল হল আহির পিলুর। আদিবাসী সেই গ্রামের নিয়ম অনুযায়ী অজান্তেই বিয়ে হয়ে গেল তাদের। সামনে এল সেই প্রমো। কিন্তু শুধু প্রমোই নয় জি বাংলার সোশ্যাল মিডিয়ায় দেখে দেখা গেল সেই দৃশ্যের শুটিংও। গুরুকূলে সঙ্গীত শিক্ষার উদ্যেশ্যে থাকেন আহির। সে তার গুরুর সব থেকে প্রিয় ছাত্র। তার গুরু চান, তাঁর বড় মেয়ের সাথে ভবিষ্যতে বিয়ে দেবেন আহিরের। কিন্তু এরই মাঝে হঠাতই আহিরের দেখা হয় পিলুর সাথে। গ্রামের মেয়ে পিলু। মনের আনন্দে লোকসঙ্গীত করে সে। হঠাতই সে এসে পরে গুরুকূলে। তার প্রতিভা দেখে গুরুজী তাকে গান শেখানোর দায়িত্ব দেন তারই প্রিয় ছাত্র আহিরর কাঁধে। তবে তাদের সম্পর্কে এবার একেবারে অন্য মোড় নিতে চলেছে এবিষয় কোনও দ্বন্দ্ব নেই।