প্রসূন চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘দোস্তজি’র নিবেদক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর সেই উপলক্ষে তার বাড়িতে বিজয়া সম্মিলনীর আয়োজন। টিম ‘দোস্তজি’কে সম্মান জানাতেই এই পদক্ষেপ জানান বুম্বাদা |
শুক্রবার সকাল থেকেই 'উৎসব' আক্ষরিক অর্থেই ছিল উৎসব মুখর | কাঠের ভারী ফাটক পেরিয়ে ভিতরে পা রাখলেই ম-ম করছে ভালমন্দ রান্নার সুবাস | বাড়ির কর্তা টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা | অতিথি আপ্যায়ন নিয়ে সুনাম আছে ‘বাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের | কিন্তু এমন জাকজমক বিজয়া সম্মিলনী, তাতে আবার সামিল মিডিয়া! | সকলের মনেই প্রশ্ন ছিল বুম্বাদার এমন বিজয়া সম্মিলনীর হেতু নিয়ে | অতিথি সমাগম হতেই নিজেই সেই রহস্যের উন্মোচন করলেন প্রসেনজিৎ | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত ছবি ‘দোস্তজি’র সাফল্যে এমন আয়োজন | ‘দোস্তজি’র পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়, এটা তাঁর প্রথম ছবি | সম্প্রতি জাপানের নারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘দোস্তজি’ | এই চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান গোল্ডেন শিখা পুরস্কার পেয়েছে ‘দোস্তজি’ | টিম ‘দোস্তজি’-কে সম্মান জানাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের এই বিজয়া সম্মিলনী | ছবির দুই অভিনেতা আরিফ শেখ, আশিক শেখের হাতে পুরস্কারও তুলে দেন প্রসেনজিৎ