কাছের মানুষকে হারালেন মিঠাই-এর রাজীব কুমার। জীবনের এক কঠিন সময় দাঁড়িয়ে অভিনেতা সৌরভ। সদ্যই নিজের ছেলেবেলার বন্ধুকে হারিয়েছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানান অভিনেতা। বন্ধুর ছবি দিয়ে আবেগ ঘন পোস্টও করেন তিনি।
নিজের খুব কাছের মানুষকে হারালেন মিঠাই এর অন্যতম চরিত্রাভিনেতা। ভাবছেন কার কথা হচ্ছে। কথা হচ্ছে সকলের প্রিয় চরিত্র রাজীব কুমারের। যার অভিনয় সব সময় সকলকে আনন্দ দিয়ে আসে ।আজ সেই জীবনের এক কঠিন সময় দাঁড়িয়ে। কারন সদ্যই তার ছেলেবেলার বন্ধুকে হারিয়েছেন তিনি।নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানান অভিনেতা। বন্ধুর ছবি দিয়ে আবেগ ঘন পোস্টও করেন তিনি। তিনি লেখেন, স্কুলের ঠিক পাশের বেঞ্চের ছেলেটা, একই পাড়ার ছেলেটা কাল রাত্তিরে চলে গেলো। চিরকাল নির্বিবাদি, অজাতশত্রু, খুব ভালো ছেলেটা। এইতো সেদিন কথা হল। আশাবাদীই লেগেছিলতো সেদিন। আজ সারাদিন কেটেছে মন খারাপে। কী সান্ত্বনা দেবো কাকু-কাকিমাকে, কী বলা উচিত ওর ছোট্টো মেয়েটাকে? সারাদিন অনেক কাল্পনিক কথোপকথন। কিচ্ছু বলার ভাষা খুজে পাচ্ছিনা। ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তোর ভালো হয়ে ওঠার অপেক্ষাই করছিলাম, হয়তো অবচেতনে। ভালো থাকিস পান্ডে।' ছেলে বেলার বন্ধু গুলোর সঙ্গেই থেকে যায় শৈশবের স্মৃতি। কখনও ব্যাস্ত জীবনের ফাঁকে একবার দেখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমরা সত্যি এক মুহূর্তের জন্য সেই দিন গুলোতে ফিরে যাই। আজ হঠাৎ এই বন্ধু বিয়োগে কোথাও যেন ছন্দপতন হল সকলের প্রিয় অভিনেতার। এই শোক কাটিয়ে আবার চেনা ছন্দে ফিরুক অভিনেতা। এই কামনাই তার অগনিত শুভাকাঙ্খীর।