রবিবার সকালটা যেন রাতের চেয়েও গভীর ছিল। এদিন সকালেই জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞী-র। তিনি দেশ তথা সারা বিশ্বকে সুরের মায়াজালে বেঁধেছিলেন। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া। নিজের মতো করে সবাই সুর সম্রাজ্ঞী চির বিদায় জানিয়েছেন।
রবিবার সকালটা যেন রাতের চেয়েও গভীর ছিল। এদিন সকালেই জীবনাবসান হয় সুর সম্রাজ্ঞী-র। তিনি দেশ তথা সারা বিশ্বকে সুরের মায়াজালে বেঁধেছিলেন। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া। নিজের মতো করে সবাই সুর সম্রাজ্ঞী চির বিদায় জানিয়েছেন। নিজের মতো করে লতাজি-কে ট্রিবিউট জানালেন শ্রুতি দাস। রবিবার সকালটা যেন রাতের চেয়েও গভীর ছিল। ইহলোক ত্যাগ করে সর্গের পথে চলে গেছেন সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। জীবনের শেষ প্রান্তে এসে সঙ্গীত জগতে তার উজ্জ্বল উপথিতি অনুভূত হলেও সারীরির ভাবে উপস্থিত থাকতে পারতেন না তিনি। অথচ তাকে বিদায় দিতে। চোখ ভিজেছে আত্মীয় থেকে অনাত্মীয় সকলের। বলা ভালো তিনি সারা দেশ তথা বিশ্বকেই সুরের আত্মীয়তায় বেধেছিল শক্ত করেই। তাই এই দিনটায় সকলের মনেই শূন্যতা ঘিরে এসেছে। নিজের মত করে অর্চনা অর্পণ করেছেন নানান জগতের মানুষ। নিজের মতো করেই লতা জি কে ট্রিবিউট দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস।