ভালো মন্দ মিশিয়ে ২০২১ এ বিনোদন দুনিয়ায় ঘটেছে নানান ঘটনা। বিনোদন দুনিয়ায় যেমন অনেকে গাঁটছড়া বেঁধেছেন ঠিক তেমনই বিবাহ বিচ্ছেদ ঘটেছে অনেকেরই। তেমনই বিনোদন দুনিয়ার অনেককে হারিয়েওছি আমরা ২০২১-এ।
ভালো মন্দ মিশিয়ে ২০২১ এ বিনোদন দুনিয়ায় ঘটেছে নানান ঘটনা। বিনোদন দুনিয়ায় যেমন অনেকে গাঁটছড়া বেঁধেছেন ঠিক তেমনই বিবাহ বিচ্ছেদ ঘটেছে অনেকেরই। তেমনই বিনোদন দুনিয়ার অনেককে হারিয়েওছি আমরা ২০২১ এ। নতুন বছর শুরুর আগে চলুন দেখেনি ২০২১ এ বিনোদন দুনিয়ায় ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। ২১ বছর পর ফের ভারতকন্যার মাথায় মিস ইউনিভার্সের মুকুট। ২০২১ এ ২১ বছরের কন্যা হারনাজ সান্ধু হন মিস ইউনিভার্স। ২০২১ এ মা হয়েছেন অনেক তারকাই। ২০২১ এর শুরুতেই মা হন অনুষ্কা শর্মা। বিরাট এবং অনুষ্কার ঘর আলো করে আসে কন্যা সন্তান, যদিও তার মুখ এখনও কেউই দেখেনি। নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই ২০২১ এ মা হন নুসরাত, যা নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল টলিপাড়া। ২০২১ এ বহু তারকাকেই হারিয়েছি আমরা। ২০২১ এর ৩০ জুন জীবনাবসান হয় ট্র্যাজেডি কিং দিলীপ কুমার-এর। ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লা-র। ১৬ জুন ২০২১ সালে প্রয়াত হন নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। পর্ন ছবি বানানোর অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। মাদক কাণ্ডে গ্রেফতার কিং খান পুত্র আরিয়ান। ২ অক্টোবর এনসিবি আরিয়ান খানকে একটি ক্রুজ থেকে গ্রেপ্তার করে। পানামা কাণ্ডে ইডি দফতরে টানা ৬ ঘণ্টা জেরা করা হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। ২০২১ এ বহু তারকারই বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবছরই নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন আমির এবং কিরণ। ২০২১ এ ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পয়েছেন রজনীকান্ত। ২০২১ এ বিয়ে সেরেছেন বহু তারকাই। প্রথম থেকেই নিজেদের সম্পর্ক আড়ালে রাখা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন।