আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। আলোর মেলায় সাজবে গোটা দেশ। উৎসবের আমেজে বলিউডও। মুম্বইতে প্রযোজক রমেশ তওরানির বাড়িতে ছিল প্রাক দীপাবলি পার্টি। আর তাতেই বসেছিল চাঁদের হাট। মধ্যমণী হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং সল্লুভাই। সঙ্গে ছিলেন দাবাং-৩-এর কো-স্টার সাই মঞ্জরেকর। গোলাপি শাড়িতে পার্টির রোশনাই কয়েকগুণ বাড়িয়ে দেন শিল্পা শেট্টি। রেস ৩ -এর অভিনেত্রী ডেইজি শাহও উপস্থিত ছিলেন এই প্রাক দীপাবলি পার্টিতে। অভিনেতা সাকিব সালিম এসেছিলেন উৎসবের ট্র্যাডিশনাল পোশাকে।
আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি। আলোর মেলায় সাজবে গোটা দেশ। উৎসবের আমেজে বলিউডও। মুম্বইতে প্রযোজক রমেশ তওরানির বাড়িতে ছিল প্রাক দীপাবলি পার্টি। আর তাতেই বসেছিল চাঁদের হাট। মধ্যমণী হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং সল্লুভাই। সঙ্গে ছিলেন দাবাং-৩-এর কো-স্টার সাই মঞ্জরেকর। গোলাপি শাড়িতে পার্টির রোশনাই কয়েকগুণ বাড়িয়ে দেন শিল্পা শেট্টি। রেস ৩ -এর অভিনেত্রী ডেইজি শাহও উপস্থিত ছিলেন এই প্রাক দীপাবলি পার্টিতে। অভিনেতা সাকিব সালিম এসেছিলেন উৎসবের ট্র্যাডিশনাল পোশাকে।