৪ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দীর্ঘ দিনের বন্ধু ছিলেন তারা দু'জনে। তাঁদের দীর্ঘ দিনের প্রেম অবশেষে পেল পরিণতি। বিয়ে করে এখন বেশ আনন্দেই আছেন এই তারকা দম্পতি। তাঁদের বিয়ের মুহূর্তের একটি ভিডিও এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। তৃণার সিঁদুর দানের ভিডিও, যেখানে নীল তৃণাকে সিঁদুর পড়িয়ে দিচ্ছেন। সেই ভিডিওরই ব্যাকগ্রাউন্ডে চলছে প্যাড ম্যান ছবির সেই বিখ্যাত গান, 'আজ সে তেরি'। আর এই গানের মধ্যে দিয়েই নিজের মনের কথা জানাচ্ছেন নীল। অবশেষে তৃণাকে যে নিজের করে পেলেন নীল, গানের মধ্যে দিয়ে জানালেন সেই কথাই।