প্রিয়দর্শিনী চিনে নিয়েছে তার টুবাই দা কে। কিন্তু পরিস্থিতির টানা পোড়েনে টুবাই দাকে সে কথা বলে উঠতে পারছে না সে। এরই মাঝে তাদের মধ্যে এসে পরে প্রিয়াঙ্কা, ঋষির প্রতি প্রিয়াঙ্কার ভালোবাসা দেখে কিছুতেই মেনে নিতে পারছে না পিহু, আর তাই নানা সময় নানা চ্যালেঞ্জে প্রিয়াঙ্কা কে বাজি মাত দিচ্ছে সে।
প্রিয়দর্শিনী চিনে নিয়েছে তার টুবাই দা-কে। কিন্তু পরিস্থিতির টানা পোড়েনে টুবাই দা-কে সে কথা বলে উঠতে পারছে না সে। এরই মাঝে তাদের মধ্যে এসে পড়ে প্রিয়াঙ্কা, ঋষির প্রতি প্রিয়াঙ্কার ভালোবাসা দেখে কিছুতেই মেনে নিতে পারছে না পিহু, আর তাই নানা সময় নানা চ্যালেঞ্জে প্রিয়াঙ্কা-কে বাজিমাত দিচ্ছে সে। এই সব পর্দার কথা তো আপনাদের সকলের জানা। পর্দার পিছনেও যে টিম মোন ফাগুন ঠিক কতটা মজা করে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই রকমই এক ভিডিও সামনে আনলেন ধারাবাহিকের নায়কা, অর্থাৎ আপনাদের প্রিয় পিহু। যেখানে তাঁকে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে। শুধু ঘুড়ি ওড়ানোই নয় কখনও আবার শ্যুটিংয়ের ফাঁকে নাচে মজতেও দেখা যায় তাঁকে। বাস্তবে পিহু যে কতটা মজার তা বেশ বোঝা যায় তাঁর এই সব ভিডিও দেখলেই। হামেশাই সোশ্যাল মিডিয়ায় এমন নানান মজার ভিডিও শেয়ার করেন তিনি। শ্যুটিংয়ের ফাঁকে এমনই নানান মজার কাণ্ড করতে দেখা যায় তাঁকে।